সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেলেন হোসেনে আরা শাপলা

- আপডেট সময় : ০৬:৩৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১০১ বার পড়া হয়েছে

সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেলেন হোসেনে আরা শাপলা
সিনিয়র স্কেলে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেল ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের হোসেনে আরা শাপলা। এর আগে সহকারী কমিশনার ভূমি অফিসার হিসেবে পটুয়াখালী জেলার দুমকী উপজেলায় ১ বছর কর্মরত ছিল এবং খাগড়াছড়ি পার্বত্য জেলায় লক্ষিছড়ি উপজেলা ১ বছর কর্মরত ছিল।এই পদোন্নতির ফলে তিনি এখন জাতীয় বেতন গ্রেড-২০১৫ ষষ্ঠ গ্রেডে বেতন ভাতা পাবেন।বাবাঃ মোহাম্মাদ ওমর আলী সাবেক কাস্টমস কর্মকর্তা,বাড়ি যশোর সদরের পাল বাড়ি বাসস্ট্যান্ড। স্বামীঃ নজরুল ইসলাম একই ৩৬তম বিসিএস ট্যাক্স ক্যাডারে কর্মকর্তা,বাড়ি:মাদারীপুর জেলার কালকিনি পৌরসভার উত্তর রাজদী গ্রামের মোহাম্মদ সরদারের ছেলে।
গত বুধবার এই সিনিয়র সচিব হোসেনে আরা শাপলার পদোন্নতি বিষয় দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।