সেখ হাসিনার সরকারের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন
- আপডেট সময় : ১০:৫৩:৪২ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩ ১১৬ বার পড়া হয়েছে
সেখ হাসিনার সরকারের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন কানাইলাল বিশ্বাস
আটঘর কুরিয়া ইউনিয়নের ইছামউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আজ(২৭ ডিসেম্বর) নৌকা মার্কার সমর্থনে বিশাল জনসভায় পিরোজপুর জেলার আ’লীগ সাধারণত সম্পাদক এ্যাডঃ কানাইলাল বিশ্বাস বলেন সেখ হাসিনার সরকারের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন। সারা বাংলাদেশের মানুষ আজ সম্পূর্ণ নিরাপদে, সুখে শান্তিতে বসবাস করছেন। বাংলাদেশ আ’লীগ তিন বার ক্ষমতায় থেকে যতগুলো উন্নয়ন করেছেন স্বাধীনতার পরে কোন সরকার তা করতে পারেননি। তাই আপনারা চতুর্থ বার আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আরো উন্নয়ন করার সুযোগ দিন। সাবেক সংসদ সদস্য এবং কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ শাহ আলম বলেন, তফাজ্জল হোসেন মানিক মিয়া ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুব আস্থাভাজন এবং একনিষ্ঠ লোক। তারই ইত্তেফাক পত্রিকা তৎকালীন সময় স্বাধীনতার পক্ষে নিরলস ভাবে কাজ করেছে। মানিক মিয়ার সুযোগ্য পুত্র আনোয়ার হোসেন মঞ্জু। যাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক দিয়েছেন। আনোয়ার হোসেন মঞ্জু একজন যোগ্য ব্যক্তি তাই তাকে আপনাদের ভোটের মাধ্যমে জাতীয় সংসদে সংসদ সদস্য করতে হবে। তিনি নির্বাচিত হলে সারা বাংলাদেশসহ বিশেষ করে দক্ষিণ অঞ্চল আর উন্নয়ন হবে। আমার জানা মতে তিনি একজন সৎ ব্যক্তিত্ববান। স্বরূপকাঠি উপজেলার আওয়ামী লীগের সভাপতি সৈয়দ সহিদুল আহসান বলেন, কালো টাকা দিয়ে আপনাদের সন্তানদের কে আজ যারা ব্যবহার করছেন এর ভবিষ্যৎ অনেক ক্ষতি হবে বলে আমি মনে করি। তাই আপনারা সবাই সতর্ক থাকবেন। উক্ত পথসভায় উপস্থিত অন্যান্য বক্তারা বক্তব্য রাখেন আব্দুল হাকিম, সাদেক সভাপতি, উপজেলা আওয়ামী লীগ, শরীফ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ, আব্দুস সালাম সিকদার, সাধারণ সম্পাদক, জাহিদুল ইসলাম বিপ্লব, প্রচার সম্পাদক, উপজেলা আওয়ামী লীগ, তরিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক, আটঘর কুরিয়ার ইউনিয়ন,সহ অন্যান্যরা।