স্বরুপকাঠীতে সাধারন জনগনের আস্হার প্রতিক আলহাজ্ব মাহমুদ কবির।

- আপডেট সময় : ০২:০৪:১১ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪ ১৫৪ বার পড়া হয়েছে

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে গতকাল সন্ধ্যা৬ টায় উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নের জোড়া ব্রীজ এলাকায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।স্হানীয় এলাকাবাসীর উদ্যোগে সুধীসমাজ,রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগনের উপস্হিতিতে প্রধান অতিথি ছিলেন শিক্ষানুরাগী, সমাজসেবক ও দানবীর আলহাজ্ব মো.মাহমুদ কবির।উপস্হিত বক্তারা এসময় মাহমুদ কবিরকে উপজেলা চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করার জোরালো অনুরোধ করেন।বক্তারা আরো বলেন নির্বাচন সামনে এলে অনেক অতিথি পাখির আনোগোনা হয় অনেকেই কথার ফুলঝুরি দিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে
আমাদের মন জয় করে ভোট নিয়ে চলে যায়। ভোটের পরে তাদের আর খুজে পাওয়া যায়না। আমরা তাদের মিষ্টি কথায় আর ভুলবনা। মাহমুদ কবির কোন জনপ্রতিনিধি না হয়েও সারাজীবন এলাকার মানুষের সুখে দুখে পাশে থেকেছেন।সিডর,আইলা,করোনাকালীন মহামারীর সময় তার দান অনুদান ইতিহাস বহন করে।পবিত্র মাহেরমজানে দ্রব্য মুল্যের উর্ধগতির কঠিন মুহূর্তে অসহায় দরিদ্র মানুষকে সব সময় সহযোগিতা করে আসছেন।তার কাছে সাহায্য চেয়ে কেউ কোনদিন ফেরত আসেনি। ধর্মীয় প্রতিষ্ঠান,স্কুল কলেজ এবং সামাজিক প্রতিষ্ঠানে তার অনুদান চোখে পড়ার মতো।বর্তমানে তিনি তার প্রতিষ্ঠিত আলহাজ্ব আ: রউফ নেছারীয়া দ্বিনীয়া হাফেজী মাদ্রাসার সভাপতি ও পরিচালক। নান্দুহার ইউনাইটেড বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবং পশ্চিম নান্দুহার নিজামীয়া ফোরকানীয়া হাফেজীয়া নুরানী মাদ্রাসার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।এমন মানুষকে আমরা উপজেলায় প্রার্থী হিসেবে পেলে আমরা স্বরুপকাঠীবাসী ঐক্যবদ্ধ হয়ে বিজয় ছিনিয়ে আনব ইনশাআল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ কবির বলেন আমি আপনাদের সাথে আছি এবং থাকব। উপজেলা নির্বাচন নিয়ে আমার ব্যাক্তিগত কোন মতামত নেই।আপনারা যদি মনে করেন আমি নির্বাচন করে বিজয়ী হতে পারলে রাষ্ট্র এবং সমাজের মঙ্গল হবে তাহলে আপনাদের মতামতের মুল্যায়ন করব। আমি আপনাদের সকলের সুসাষ্হ্য এবং কল্যান কামনা করি। আপনারা আমার জন্য দোয়া করবেন। এসময় ২নং সোহাগদল ইউপি চেয়ারম্যান আঃ রশিদ, ৯নং ইউপি চেয়ারম্যান রুহুল আমিন অসিম উপস্থিত ছিলেন। রাত ৮ টায় মানবতার কল্যানে দোয়া ও মিলাদ অনুষ্ঠান পরিচালনা করেন মাও:মুফতি মো.নিয়াজ মাখদুম আল মারুফ,প্রিন্সিপাল আলহাজ্ব আ: রউফ নেছারীয়া দ্বিনীয়া হাফেজি মাদ্রাসা,সাবেক সিনিয়র আরবী প্রভাষক ছারছিনা দারুসসুন্নাত জামেয়া নেছারীয়া দ্বিনীয়া মাদ্রাসা। সব শেষে তাবারক বিতরন করে অনষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।