হাসপাতাল হবে সম্পূর্ণ দালাল মুক্ত -এমপি মহিউদ্দিন মহারাজ
- আপডেট সময় : ১০:২৫:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪ ৯০ বার পড়া হয়েছে
স্বরূপকাঠী(নেছারাবাদ) উপজেলা হাসপাতাল হবে সম্পূর্ণ দালাল মুক্ত, নির্দেশনা দেন নব নির্বাচিত সংসদ সদস্য জননেতা মহিউদ্দিন মহারাজ। পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়াকে হাসপাতাল দালাল মুক্ত রাখার জন্য নির্দেশনা দিয়ে এমপি বলেন, ‘আমি শুনেছি স্বরূপকাঠি (নেছারাবাদ) হাসপাতাল কয়েকজন দালাল দ্বারা নিয়ন্ত্রিত। দালালদের হাতে হাসপাতালের কোন কোন ডাক্তারও জিম্মি। দালালের কারণে রোগীরা সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। রোগী হয়রানি বন্ধ করতে হাসপাতালকে দালালমুক্ত করে সঠিকভাবে চিকিৎসা সেবা পরিচালনা করতে কড়া নির্দেশ দেন সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ।
নবনির্বাচিত সংসদ সদস্য মহিউদ্দীন মহারাজ বলেন, থানায় কোন অভিযোগ দিতে গেলেই টাকা লাগে। এখন থেকে থানায় কেউ অভিযোগ দিলে কোন প্রকার টাকা পয়সা ছাড়া অভিযোগ নিতে হবে। সেই অভিযোগ তদন্ত সাপেক্ষে মামলা নিতে হবে।
তিনি এসময় নেছারাবাদ (স্বরূপকাঠী) থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ারকে বলেন, থানাকে দুর্নীতিমুক্ত রাখতে থানার সামনে, আশপাশে ‘এখানে টাকা পয়সা ছাড়া অভিযোগ/মামলা নেয়া হয়’ এই মর্মে সাইনবোর্ড টানাতে হবে।
মহিউদ্দীন মহারাজ আরও বলেন, নেছারাবাদ উপজেলায় মামলায় টাকা লাগে কিনা তা আমার জানা নেই। তবে টাকা নেয়ার বিষয় হয়তো সংশ্লিষ্ট থানার ওসি, এসপি সাহেবরা অবগত নয়। বা জেনেও থাকতে পারেন। আমি চাই থানায় কেউ অভিযোগ দিতে গেলে সে যেন বিনা পয়সায় অভিযোগ দিতে পারে এবং তদন্ত সাপেক্ষে অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে হবে।
সোমবার সকালে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা সভায় প্রধান উপদেষ্টা হিসেবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘দেখা যায় একজনে মার খেল। মার খেয়ে থানায় গিয়ে অভিযোগ দিয়ে মামলা করতে চাইলে উল্টো তাকে যদি ১০/১২ হাজার টাকা গুণতে হয়। তাহলে সবদিক থেকেই ওই ভুক্তভোগীকে হয়রানি হতে হয়। তাই হয়রানি এড়াতে কেউ ক্ষতিগ্রস্থ হয়ে থানায় এসে অভিযোগ দিলে তা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার কড়া নির্দেশ দেন তিনি।
মহিউদ্দীন মহারাজ পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক। তিনি পিরোজপুর-২ (ভান্ডারিয়া, কাউখালি ও নেছারাবাদ) আসনে গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে (নৌকা প্রতীক) বিপুল ভোটে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে নির্বাচন করেছেন। সংসদ সদস্য নির্বাচিত হয়ে শপথ নেয়ার পরেই নেছারাবাদ উপজেলায় এটা তার প্রথম সফর। প্রথম সফরে উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় যোগদান করেই তিনি এসব হুশিয়ারি দেন।
এসময় তিনি উপজেলায় মাদক, চাঁদাবাজি বন্ধ করতে সভায় উপস্থিত জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতা চান।
তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলা গড়তে জননেত্রী শেখ হাসিনা সরকারের স্মার্ট বাংলাদেশ বির্নিমানে এ উপজেলায় কোন ধরণের দুর্নীতি বরদাস্ত করা হবে না। স্বরূপকাঠি
(নেছারাবাদ) উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, স্বরূপকাঠি পৌর মেয়র গোলাম কবির, নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মুইদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান রনি দত্ত, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান প্রমুখ।