মাদারীপুরে সর্বজনীন পেনশন স্কিম সেবাদান কেন্দ্র উদ্বোধন

মাদারীপুর প্রতিনিধি :
- আপডেট সময় : ১০:২৩:১৪ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪ ১৮৭ বার পড়া হয়েছে

মাদারীপুরে সর্বজনীন পেনশন স্কিম সেবাদান কেন্দ্র উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম। আজ সোমবার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয় এই সেবাদান কেন্দ্র উদ্বোধন করেন। এসময় তিনি জেলা প্রশাসকের দপ্তরের বিভিন্ন শাখা পরিদর্শনসহ মাদারীপুর জেলা কারাগারও পরিদর্শন করেন তিনি।
এছাড়াও বিকালে মাদারীপুর সদর উপজেলা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজিএস অর্জনের লক্ষ্যে মাদারীপুর সদর উপজেলা বিভিন্ন দপ্তরের থেকে বাস্তবায়িত কর্মসূচির মাধ্যমে সুবিধাভোগীদের মাঝে আউশ ধানের বীজ ও সার, সুদমুক্ত ক্ষুদ্র ঋণ, আর্থিক অনুদান ও অন্যান্য উপকরণ বিতরণ করেন।
এসময় মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবাইদুর রহমান খান, মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকতা মো. আল মামুনসহ বিভিন্ন কর্মকর্তা।