স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আমরা রক্ষা করব- আফম বাহাউদ্দিন নাছিম!
- আপডেট সময় : ০৪:৪২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩ ১৩১ বার পড়া হয়েছে
স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আমরা রক্ষা করব- আফম বাহাউদ্দিন নাছিম!
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, যারা সন্ত্রাসী কার্যক্রম করে, লুটপাট করে, আমরা সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তিকে বাংলাদেশ মাথাচারা দিতে দেবো না। প্রয়োজনে আমরা রক্ত দেবো, জীবন দেবো, তবু আমরা জনগনকে আমরা রক্ষা করবো, গণতন্ত্রকে আমরা রক্ষা করব স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আমরা রক্ষা করব। রবিবার(৩০জুলাই) বিকালে শহরের শকুনি লেকের পশ্চিমপাড়ে জেলা সদর জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশ আজকে আত্মমর্যাদায় উদ্ভাসিত, এই বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশর জনগন সাহস পায়, শক্তি পায়, স্বস্তি পায়। এই বাংলাদেশের জনগণ শেখ হাসান নেতৃত্বে নিরাপদ। আমরা সেই নিরাপদ বাংলাদেশকে জাতির পিতার স্বপ্ন সোনার বাংলাদেশ, শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মাদারীপুর জেলা শাখার সভাপতি মিরাজ হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মহিলা সংরক্ষিত নারী আসনের এমপি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকা, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু,আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক এ কে এম আবজালুর রহমান বাবু,আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল,বাংলাদেশ আওয়ামী লীগ মাদারীপুর জেলা শাখার সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, মাদারীপুর সদর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদসহ আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।