মাদারীপুর-৩ আসনে জামায়াত ইসলামীর মনোনয়ন দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০৭:০০:২৭ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫ ৯৬ বার পড়া হয়েছে
মাদারীপুর-৩ আসনে জামায়াত ইসলামীর মনোনয়ন দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ (সদর আংশিক-কালকিনি-ডাসার) আসনে জামায়াতে ইসলামী থেকে ড. কাজী আবুল বাসারকে মনোনয়ন দেওয়ার দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ (০৮ নভেম্বর ২০২৫ইং) শনিবার সকালে মস্তফাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে স্থানীয় মুক্তিযোদ্ধা, শিক্ষক, ব্যবসায়ী, সামাজিক ব্যক্তিবর্গসহ এলাকার সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ড. কাজী আবুল বাসার দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে শিক্ষা, সমাজসেবা ও উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। তিনি ২০০৩ সালে মাদারীপুর সদর উপজেলার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করেন। এছাড়া তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য এলাকাবাসীর আস্থা অর্জন করেছেন।
বক্তারা আরও বলেন, একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তিনি ইসলামী শিক্ষা ও আদর্শকে সামনে রেখে ন্যায়ের সমাজ গঠনে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে এলাকাবাসী দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা খাতে উল্লেখযোগ্য উন্নয়ন দেখেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তারা বলেন, জামায়াতে ইসলামীর নিবেদিতপ্রাণ এই নেতা দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করেছেন। তাই তাঁকে মাদারীপুর-৩ আসনের এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন দিলে জনগণ তাঁকে বিপুল ভোটে বিজয়ী করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
শেষে বক্তারা বলেন, ড. কাজী আবুল বাসারের নেতৃত্বে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও “আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই” এই শ্লোগানকে বাস্তবে রূপ দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আয়োজনে:
মাদারীপুর-৩ নির্বাচনী এলাকার বীর মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের জনসাধারণ।







