গলাচিপায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ।
- আপডেট সময় : ০৬:৫২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩ ২৪৩ বার পড়া হয়েছে
সংগ্রাম স্বাধীনতা প্রেরণার বঙ্গমাতা” এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালী গলাচিপায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কতৃক আয়োজিত সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল, ও দুস্ত প্রশিক্ষণ কৃত ৮ জন মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত থাকেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ার্না মার্জিয়া নিতু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মেজবাহ উদ্দিন, কৃষি অফিসার আরজু আক্তার, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সজল দাস, থানা অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন,আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা হাজী শাহজাহান মিয়া,মুক্তি যোদ্ধা আবুল কালাম শামসুদ্দিন সানু ঢালী, পিআইও খোকন চন্দ্র দাস ও প্রেসক্লাব সভাপতি খালিদ হোসেন মিলটন সহ সকল দপ্তরের প্রধান গন এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদ থেকে আগত চেয়ারম্যান গন। এছাড়াও উপস্থিত থাকেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান গন সুধীসমাজ, ও উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গ।