ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ !
- আপডেট সময় : ১০:০৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩ ২২৫ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁও জেলায় ১০ জন ব্যক্তিকে হুইল চেয়ার প্রদান করা হয়। ২ সেপ্টেম্বর শনিবার বিকেলে ঠাকুরগাঁও প্রেস ক্লাব চত্বরে ঢাকা আব্রুয়ান ফাউন্ডেশনের উদ্যোগে এ সব হুইল চেয়ার বিতরণ করা হয়। আব্রুয়ান ফাউন্ডেশনের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে ফাউন্ডেশনের ঠাকুরগাঁও প্রতিনিধি আসাদুজ্জামান বাবুর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাদেমুল ইসলাম, হামিদুর রহমান, হামিদুল ইসলাম, আবু হাসনাত মুন্না, দীপক চন্দ্র রায়, নজরুল ইসলাম প্রমুখ। হুইল চেয়ার প্রাপ্তরা হলেন, ঠাকুরগাঁও গোবিন্দ নগর এলাকার কেরামত আলী ছেলেল মোঃ রকি, ঠাকুরগাঁও পৌর সভার ১২নং- ওয়ার্ডের নির্মল রায়ের ছেলে মনিষ কুমার রায়, চিলারং এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে মোঃ মুসা, শিবগঞ্জ ডাঙ্গীপাড়া এলাকার হেলাল হোসেনের ছেলে নুর ইসলাম, নিশ্চিন্তপুর এলাকার মোঃ বাবুর ছেলে শাহরিয়া সাাদি আরিয়ান, শিবগঞ্জ মধ্য পারপূগী এলাকার আবুল হোসেনের ছেলে মোঃ আরিফ, হরিহরপুর এলাকার মটুনকো মোহাম্মদের ছেলে আইনুল হক, শিবগঞ্জ পশ্চিম পারপূগী এলাকার মতিউর রহমানের ছেলে আল মামুন, আখানগর এলাকার জহির উদ্দিনের ছেলে মাইনত উদ্দীন ও আখানগর এলাকার মাইনত উদ্দীনের ছেলে রাকিব। উল্লেখ্য আব্রুয়ান ফাউন্ডেশন ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধীদের মাঝে এ পর্যন্ত ৩৮টি হুইল চেয়ার বিতরণ করে।