মাদারীপুরে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পদকের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ,
- আপডেট সময় : ০৭:৫১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩ ২২৯ বার পড়া হয়েছে
মাদারীপুরে আওয়ামীলীগের সভাপতি মন্ডলির সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহানকে স্বেচ্ছাসেবকলীগের জেলা সম্মেলনের বক্তেব্যে “মাফিয়া সন্ত্রাসী” বলায় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজল কৃষ্ণ দের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ মাদারীপুর জেলা ও সদর উপজেলা শাখা। মঙ্গলবার দুপুরে মাদারীপুর সদর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে ওই আওয়ামীলীগ নেতার পুত্তলিকা দাহ করা হয় ও তার ছবি জালিয়ে প্রতিবাদ জানানো হয়। এ সময় উপস্থিথ ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রিয় কমিটির সাবেক সহ-সভাপতি মারুফ হোসেন , জেলা যুবলীগের সহ-সভাপতি আক্তার হোসেন হাওলাদার,বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাথী মাতুব্বর , মৎজীাবি লীগের জেলা শাখার আহবায়ক শামীম আকন্দ,মাদারীপুর জেলা ছাত্রলীগের উপ-সম্পাদক মিরাজ মোল্লা,সদর উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি রাকিব শেখ ও সাধারণ সম্পাদক শুভ মাতুব্বর এবং মাদারীপুর জেলার মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি তুহিন দর্জি সভাপতিত্বে সঞ্চালনা করেন শিমুল সরদার ও শাওন মাতুব্বর সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।এ সময় বক্তারা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে কে সাধারণ সম্পাদক পদ থেকে অপসারন ও তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। ক্ষমা না চাইলে বা জেলা আওয়ামীলীগ তার সুষ্ঠু বিচার করতে ব্যর্থ হলে কঠ্রো আন্দোলনের হুশিয়ারী দেন তারা।