রাঙ্গাবালীতে শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিডিএস সংগঠনের বৃক্ষরোপণ

- আপডেট সময় : ০৮:৪৮:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩ ২৫৮ বার পড়া হয়েছে

রাঙ্গাবালীতে শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিডিএস সংগঠনের বৃক্ষরোপণ
‘বৃক্ষ পরম বন্ধু’ স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নে জলবায়ু মোকাবেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠন বড়বাইশদিয়া ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি । মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায় বৃক্ষরোপণের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির প্রধানরা।
এরই ধারাবাহিকতায় ইউনিয়নের মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চারা রোপণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। ইতিমধ্যে তিনটি মসজিদ বিদ্যালয় ও দুইটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করা হয়েছে।
বড়বাইশদিয়া ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি এর সভাপতি শামসুল আরেফিন বলেন, ‘আমরা ইতিমধ্যে পাঁচটি প্রতিষ্ঠানে বেশ কিছু কৃষ্ণচূড়ার চারাগাছ রোপণ করেছি। আমাদের এ কর্মসূচি চলমান থাকবে। ইউনিয়নের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে আমাদের এ কার্যক্রম চলবে।
এ সময়ে উপস্থিত ছিলেন, মোঃ ফরহাদ হোসেন, মোঃ আয়মান আরিফ, মোঃ সাইফুল ইসলাম, মোঃ রাকিব গাজী, রুমান, ইমরান, রনি সজিব, মাহিম, সোহান, অনিক, রাকিব ফরাজি, লাজিম ইমরান।
এ ছাড়াও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন বড়বাইশদিয়া এ হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহতাব হোসাইন, সহকারী শিক্ষক ফরহাদ মনি, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক জয়নাল আবেদীন এবং বড়বাইশদিয়া ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ মাসুম বিল্লাহ।